আজকের শর্ট নোটিশে মিটিং ছিল তাই অনেক যোগ দিতে পারেননি, মিটিংয়ে প্রাথমিক ভাবে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা অনুষ্ঠিত হবে ১৭ ই ডিসেম্বর রোজ শনিবার। অনুষ্ঠানের প্রোগ্রাম কোর্ডিনেটর হিসাবে থাকবেন অন্তরা দাস অন্তি, তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানটি ডিজাইন করবেন, আর মিশিগানে অবস্থানরত বীর মুক্তিযাদ্ধাদের পদক প্রদানে সম্মানিত করা হবে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে যার সমন্বয়ক থাকবেন মৃদুল সরকার। ইভেন্ট ম্যানেজার হিসাবে থাকবেন মৃদুল কান্তি সরকার। সহযোগিতায় থাকবেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।

 

MRIDHA
BENGALI
CULTURAL CENTER
একটি অলাভজনক বাঙ্গালী সাংস্কৃতিক মিলন কেন্দ্র
Meeting of 11.15.2022
Last modified: 2022-11-16 08:55:57
Meeting Minutes Station
© 2022 MBCC | Developed By: Noorology Studio
www.noorology.net